ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

আইপিএলের আতঙ্ক মুস্তাফিজ বললেন ওয়াসিম জাফর

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটাইন্সের বিপক্ষে মাঠে নামেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে গুজরাটের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স এই টাইগার ক্রিকেটার। মুস্তাফিজের এমন পারফরম্যান্সের পর আইপিএলের আতঙ্ক বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর।


প্রথমবারের মতো দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলতে নেমেছেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে নেমেই গুজরাটের তিন ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন মুস্তাফিজ। ৪ ওভারে রানও দিয়েছেন মাত্র ২৩। ম্যাচের শুরুতে এবং ডেথ বোলিংয়ের সময় বল হাতে নিলেও উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছেন এই টাইগার।


ম্যাচশেষে মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে ওয়াসিম জাফর বলেন, ‘আমি মনে করি মুস্তাফিজ সত্যিই আতঙ্কের নাম। কেননা তার বোলিংয়ে অনেক বৈচিত্র্য আছে। সে যদি উইকেটে মানিয়ে নিতে পারে তাহলে তার স্লোয়ার-কাটারগুলো অনেক কার্যকরী। নরকিয়া (অ্যানরিখ) আসা পর্যন্ত সে খেলবে এটাই আমার বিশ্বাস।’


প্রথমবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। শিরোপাও জিতেছিলেন অরেঞ্জ আর্মিদের হয়ে। সেবার মুস্তাফিজের সতীর্থ হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার বেন কাটিং। ফাইনালের সেরা হয়েছিলেন সেই আসরে।


ম্যাচশেষে কাটিংও প্রশংসা করেন মুস্তাফিজের। এই অজি ক্রিকেটারের দৃষ্টিতে ২০১৬ সালের সেই মুস্তাফিজ যেন আবার ব্যাক করেছে এবার। কাটিংয়ের ভাষ্যে, ‘আমার মনে হয় সে কিছু ইনজুরি থেকে ফিরেছে। ১৬-১৭ তে সানরাইজার্স হায়দরাবাদে আমরা একসঙ্গে খেলার পর থেকে। বিশেষ করে ২০১৬ সালে ফিজের ইয়র্কারগুলো দুর্দান্ত ছিল। তখন সে বড় লাফ দিয়ে স্লো বল করত, সেটাও দারুণ ছিল। সে আবার এখন সেটা শুরু করেছে, যা দেখে দারুণ লাগছে।’


বল হাতে মুস্তাফিজ দারুণ পারফরম্যান্স করলেও বাকিদের ব্যর্থতায় ১৭১ রানের বড় স্কোর গড়তে পারে গুজরাট। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৫৭ রান করতে পারে মুস্তাফিজের দিল্লি। ফলে দারুণ পারফরম্যান্স করেও ম্যাচ হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছেড়েছেন মুস্তাফিজ।

ads

Our Facebook Page